মঙ্গলবার

১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

কালিয়াকৈরে কারখানায় ভাঙচুর, আহত ২

মীর সোহেল মিয়া

দাবি আদায়ের আন্দোলনে একটি কারখানার শ্রমিকরা অন্যদের সঙ্গে যোগ না দেওয়ায় অপর কারখানার শ্রমিকরা হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে।

বুধবার সকাল সাড়ে নয়টায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কামরাঙ্গীরচলা এলাকার ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানায় এ হামলার ঘটনা ঘটে ।

ওই ঘটনার পর  কারখানাটি ছুটি ঘোষণা করা হয়েছে। ঘটনাস্থলে সেনাবাহিনীসহ বিভিন্ন আইন শৃঙ্খলার বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।

হামলায়  দুজন শ্রমিক আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়েছে বলে জানা গেছে।

কারখানা কর্তৃপক্ষ, পুলিশ ও শ্রমিকরা জানায়, উপজেলার তেলিচালা, কামরাঙ্গীরচালা, মৌচাক সহ বিভিন্ন এলাকার শ্রমিকরা প্রায়ই ছিনতাইকারীদের শিকার হচ্ছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার ও এক শ্রমিক আহত হওয়ার ঘটনার বিচার দাবিতে মঙ্গলবার বিকাল থেকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

ওই সময়  তেলিরচালা এলাকার এটিএস অ্যাপারেলস কারখানার শ্রমিকরা আশপাশের কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে যোগ দেওয়ার দাবি জানায়। এ সময় শ্রমিকরা কামরাঙ্গিরচালা এলাকার ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকদের তাদের সঙ্গে যোগ দিতে আহ্বান জানায়। কিন্তু শ্রমিকরা তাদের সঙ্গে যোগ না দিয়ে উল্টো বহিরাগত শ্রমিকদের উপর ইট পাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে বহিরাগত শ্রমিকরা চলে যায়।

ওই ঘটনার জের ধরে তেলিরচালা এলাকার এটিএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ল্যাভেন্ডার গার্মেন্টস লিমিটেড কারখানায় হামলা চালায়। হামলা চালিয়ে প্রধান ফটক ভেঙে ভিতরে প্রবেশ করে কারখানার বিতরে থাকা গার্মেন্টস ভবনের গ্লাস, মূল্যবান মালামাল, আসবাবপত্র, যানবাহনসহ ব্যাপক ভাংচুর করে।

খবর পেয়ে সেনাবাহিনী শিল্প পুলিশ ও থানা পুলিশ ঘটনার স্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। হামলায়  দুজন শ্রমিক আহত হয়েছে। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াদ হোসেন বলেন, শ্রমিকদের মাঝে ভুল বুঝাবুঝি থেকে এই ঘটনা ঘটেছে। পরে তার সমাধান হয়ে গেছে। এ ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি বলেও জানান ওসি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ