বুধবার

২৬শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কালিয়াকৈরে ডেভিল হান্ট অপারেশনে আটক ৩

মীর সোহেল মিয়া

গাজীপুরের কালিয়াকৈর ডেভিল হান্ট অপারেশনে মহল্লা আওয়ামী লীগের সভাপতি ও সহ-সভাপতিকে  গ্রেফতার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত  ব্যক্তিরা হলেন, কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডের বিশ্বাসপাড়া এলাকার আজগর আলীর ছেলে রুবেল রানা (৪০)  (মহল্লা আওয়ামী লীগের সহ-সভাপতি), কালামপুর এলাকার সবুজ উদ্দিন সাবুর ছেলে মাসুদ রানা (৪৩) (মহল্লা আওয়ামী লীগের সভাপতি), বরিশাল জেলার মেহেদীগঞ্জ উপজেলার বালিয়া গ্রামের আবু তাহেরের ছেলে স্বপন মোল্লা ( ৩০)সে কালিয়াকৈর উপজেলার আহাম্মদনগর মেঘনা সিটি এলাকায় বসবাস করে ছাত্রলীগের রাজনীতি করতেন ।

কালিয়াকৈর থানা পুলিশের ওসি অপারেশন যোবায়ের আহমেদ জানান, ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে কালিয়াকৈর পৌর এলাকা থেকে তাদের  আটক করা হয়।

চাঁদাবাজির দায়ে শুক্রবার দুপুরে তাদেরকে গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ