মঙ্গলবার

১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

ঘিওরে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা

ঘিওর প্রতিবেদক

মানিকগঞ্জের ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লাভলু মিয়া (৪০) কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার দুপুরে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গনে হত্যার শিকার হন তিনি। নিহত ছাত্রদল নেতার বাড়ি ঘিওর উপজেলার কুস্তা এলাকায়।

বিষয়টি নিশ্চিত করে ঘিওর উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান সানি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুরে কয়েকজন দুর্বৃত্ত ঘিওর বাসস্ট্যান্ডে ছাত্রদলের এক নেতাকে কুপিয়ে জখম করে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায় লাভলু। সেখানে লাভলুকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এসব বিষয়ে জানতে ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সরকারি নাম্বারে একাদিকবার কল করা হলেও রিসিভ করেননি।

তবে জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল খালেক শুভ লাভলু হত্যার বিষয়টি কে নিশ্চিত করেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ