ধামরাই(ঢাকা)প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে আঞ্চলিক সড়কের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার নান্নার ইউনিয়নের সুতিপাড়া আঞ্চলিক সড়কের ধাইরা এলাকার রাস্তার একটি ক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সড়কের পাশে একটি শস্য ক্ষেতের পাশে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
এবিষয়ে ধামরাই থানার অফিসার ওসি মো. মনিরুল ইসলাম জানান, এখন পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। তবে মরদেহের গায়ে আঘাতের চিহ্ন দেখা গেছে, ধারনা করা হচ্ছে লাশটি কোনো অটো চালকের হতে পারে।
মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার শহিদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি হত্যা মামলা রুজু করা হবে।