শনিবার

২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ধামরাই( ঢাকা) প্রতিনিধি:

ঢাকার ধামরাইয়ে ট্রাকের ধাক্কায় থেমে থাকা ইট ভর্তি ট্রাকের চালক কাঞ্চন (২৬) ও হেলপার আশরাফুল ইসলাম (২০) ঘটনাস্থলেই মারা যায়। এ বিষয়ে ধামরাই থানায় একটি মামলা করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাভার হাইওয়ে থানার (ওসি) সওগাতুল আলম। ধামরাই ফায়ার সার্ভিসকর্মীরা নিহতদের লাশ উদ্ধার করে সাভার হাইওয়ে থানায় হস্তান্তর করেন।

শনিবার (১৭ নভেম্বর) দিনগত রাত প্রায় ১ টার দিকে ধামরাইয়ের ঢাকা আরিচা মহাসড়কের ঢুলিভিটা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে এই দূর্ঘটনা ঘটে।

নিহত কাঞ্চন জামালপুর জেলার সদর থানার শিমুলিয়া গ্রামের আনিসুর রহমানের ছেলে। কাঞ্চন ইট ভর্তি গাড়ির চালক ছিলেন। অপরদিকে গাড়ির হেলপার আশরাফুল ইসলাম নেত্রকোনা জেলার বারহাট্রা থানার রোধনুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

জানা যায়, উপজেলার ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডেের পশ্চিম পাশে ঢাকা আরিচা মহাসড়কে পিকআপ নষ্ট হওয়ার কারণে চালক কাঞ্চন ও হেলপার আশরাফুল ট্রাকটিকে থামিয়ে মেরামত করছিলেন। তখন ঢাকাগামী অন্য একটি ট্রাক পেছন থেকে থেমে থাকা ইট ভর্তি ট্রাকটিকে ধাক্কা দেয়। ইট বোঝাই ট্রাকের মেরামতকারী চালক ও হেলপার চাকার নিচে চাপা পরে ঘটনাস্থলে মারা যায়। ঘাতক ট্রাকটিকে আটক করা সম্ভব হলেও ট্রাকের চালককে গ্রেফতার করা সম্ভব হয় নি।

এ বিষয়ে ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সোহেল রানা বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পাওয়ার পর প্রথমে আমরা ঘটনাস্থলে যাই। পরে সাভার হাইওয়ে পুলিশ আসেন। আমাদের  ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হইয়ে নিহত চালক কাঞ্চন ও হেলপার আশরাফুলের লাশ উদ্ধার করে বডিব্যাগে ভরে সাভার হাইওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করেন।

সাভার হাইওয়ে পুলিশের (ওসি) সওগাতুল আলম বলেন, ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে থেমে থাকা ইট ভর্তি ট্রাককে বিপরীত দিক থেকে দ্রুত গতির আরেকটি ট্রাক ধাক্কা দেয়। ঘটনাস্থলেই থেমে থাকা ট্রাকের চালক কাঞ্চন ও হেলপার আশরাফুল মারা যায়। আমরা লাশ দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসি। নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহত লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে কিন্তু চালককে আটক করা সম্ভব হয় নি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ