ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ ইটভাটা মালিককে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশ অধিদপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এসময় একটি ভাটার চিমনি ধ্বংস ও কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়।
বুধবার (৮ জানুয়ারি) সকাল থেকে ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে এই অভিযান পরিচালনা করে পরিবেশে অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
এর মধ্যে মদিনা ব্রিকস ৫লাখ, সাজেদা ব্রিকস ৫লাখ, ফারুক ব্রিকস ৬লাখ, রাহাত ব্রিকস ২ লক্ষ ৫০ হাজার টাকা, মাষ্টার ব্রিকস ৬লাখসহ মোট পাঁচটি ব্রিকসকে ২৪ লাখ ৫০বহাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরো জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। এ সময়ে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোছা জেসমিন আক্তার, পরিদর্শক নয়ন কুমার রায়, এসএম মনজুর উল আলমসহ র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।