নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জ সদর উপজেলা থেকে আঁখি আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রী’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার পুটাইল ইউনিয়নের ঘোস্তা বড়ইনগর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।
১৫ মাস বয়সী এক ছেলে সন্তানের জননী আঁখি আক্তার ওই গ্রামের সৌদি প্রবাসী জুয়েল মিয়ার স্ত্রী।
নিহতের পরিবারের দাবি, সংসার জীবনে আঁখি সুখী ছিলো না। তার স্বামী প্রবাসে থাকলেও পরিবারের জন্য খরচ দিতো না। ছেলে সন্তান নিয়ে অনাহারে থাকতো আঁখি। অপরদিক শাশুড়ী ও ননদ তাকে প্রচুর অত্যাচার নির্যাতন করতো। বিষয়টি নিয়ে গ্রাম্য সালিশও হয়।
কিন্তু এতো কিছুর পরও তার স্বামী তাকে ভরনপোষণ বাবদ কোন খরচ দিতো না। আবার শাশুড়ী ননদের অত্যাচার নির্যাতনও চলমান ছিলো। পরে সবশেষে গঁলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করর আঁখি।
মানিকগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক দেব দুলাল বলেন, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্ত শেষে তার পরিবারের নিকট বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থাও প্রক্রিয়াধীন রয়েছে।