শনিবার

২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মানিকগঞ্জে বাসচাপায় সিকিউরিটি গার্ড নিহত

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-আরিচা সড়কের মানিকগঞ্জের পুখুরিয়া এলাকায় রয়েল এক্সপ্রেসের পরিবহনের বাসচাপায় ওবায়দুর রহমান (৪৫) নামের এক সিকিউরিটি গার্ড নিহত হয়েছে।

রোববার (২৪ নভেম্বর) দুপুরে ঘিওর উপজেলার পুখুরিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওবায়দুর ঘিওরে উপজেলার ডেরা রিসোর্টে সিকিউরিটি গার্ডের কাজ করতেন। কাজ থেকে বাড়ি ফেরার পথে রয়েল এক্সপ্রেসের একটি পরিবহনের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন তিনি।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত ওবায়দুলের বাড়ি রংপুর জেলায়। তিনি ডেরা রিসোর্টের সিকিউরিটি গার্ডের কাজ করতেন।

কাজ থেকে বাসায় ফেরার পথে পাটুরিয়া হয়ে ছেড়ে আসা ঢাকাগামী রয়েল এক্সপ্রেস বাসেরচাপায় ঘটনাস্থলেই মৃত্যু হয় ওবায়দুরের। চালক বাস নিয়ে পালিয়ে যায়, তাকে আটকের চেষ্টা চলছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ