মোঃ মীর সোহেল মিয়া
গাজীপুরের কালিয়াকৈরে বজ্রপাতে গরুসহ প্রাণ গেল আসমা নামে এক গৃহবধূর।
মঙ্গলবার দুপুরে চাপাইর ইউনিয়নের নামাশুলাই গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত আসমা বেগম (৪৫) ওই গ্রামের নুর মোহাম্মদের স্ত্রী।
এলাকাবাসী ও নিহত পরিবার সূত্রে জানা গেছে, আসমা বেগম মঙ্গলবার সকাল এগারোটার দিকে গৃহবধূ ঘরের ভিতরে বসে আছে তখন ঝড় বৃষ্টি হচ্ছিল। এসময় হঠাৎ বজ্রপাতের সৃষ্টি হয়। পাশে ঘরে থাকা একটি ষাঁড় গরু মাটিতে লুটিয়ে পড়ে এসময় ওই গৃহবধূ দেখতে গেলে তিনিও গরুসহ ঘটনাস্থলেই প্রাণ যায় ।
চাপাইর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান সাইফুজ্জামান সেতু বিষয়টি নিশ্চিত করেছেন।