মো: মীর সোহেল মিয়া
ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিটের অধীনে কালিয়াকৈর পৌরসভার পাশাগেট এলাকায় বুধবার বন বিভাগের জমিতে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছদ অভিযান পরিচালনা করে বনবিভাগ।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন কাউছার আহম্মেদ উপজেলা নির্বাহী অফিসার কালিয়াকৈর, সহকারী বন সংরক্ষক গাজীপুর সহ বাংলাদেশ সেনাবাহিনী,পুলিশ ও বন বিভাগের সদস্য বৃন্দ। অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক রেজাউল আলম, কালিয়াকৈর রেঞ্জ অফিসার মনিরুল করিম ও বন বিভাগের বিট কর্মকর্তা ও পুলিশ সহায়তা করেন।
জানা যায়, ঢাকা বন বিভাগের কালিয়াকৈর রেঞ্জের চন্দ্রা বিটের অধীনে বিভিন্ন এলাকায় বনের জমিতে অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছে। দীর্ঘদিন ধরে বনের গাছ কেটে ঘরবাড়ী নির্মাণ করে কতিপয় লোক ব্যবসা করে আসছে। বন উজাড় করে বনের জমি বিক্রি দখল করে বনকে সমূলে ধ্বংস করা হচ্ছে। কোন মতেই বনের জবর দখল রোধ করা যাচ্ছে না। ফলে বনের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের পরিকল্পনা নেওয়া হয়। তারই ধারাবাহিকতায় বনে গড়ে উঠা অবৈধ স্থাপনা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।
ঢাকা বন বিভাগের সহকারী বন সংরক্ষক রেজাউল আলম জানান, উচ্ছেদ অভিযানে বন বিভাগের প্রায় এক একর (১০০ শতাংশ) জমি দখল মুক্ত করা হয়েছে। যার আনুমানিক বাজার মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা।
তিনি আরও জানান, উদ্ধার হওয়া জমিতে কাঁটাতারের বেড়া দিয়ে গাছে চারা লাগিয়ে দেওয়া হবে।