কালিয়াকৈর প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈরে বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার চাপাইর ইউনিয়ন পরিষদ মাঠে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়।
কর্মীসভা প্রস্তুতি কমিটির আহবায়ক সামাদ মন্ডলের সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সহ-শ্রম বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ পরিবহন ও শ্রমিক ফেডারেশনের সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির খান।
কর্মীসভায় বক্তব্য রাখেন, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আখতার-উজ-জামান, কালিয়াকৈর পৌর বিএনপির সভাপতি মোয়াজ্জেম দেওয়ানসহ সংশ্লিষ্ট অনেকেই।