মঙ্গলবার

১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহত

মীর সোহেল মিয়া

গাজীপুরের কালিয়াকৈর আঞ্চলিক সড়কে  মালবাহী কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার  যাত্রী এক পোশাক শ্রমিক নিহত হয়েছে।

মঙ্গলবার( ২৮ মে) সকাল ৯ টার দিকে  মাওনা টু কালিয়াকৈর আঞ্চলিক সড়কের চাপাইর ব্রিজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আজগানা নয়াপাড়া এলাকার মীর মুসার ছেলে মীর আলম (৩৫)। নিহত ব্যক্তি স্থানীয় জিএমএস পোশাক কারখানার শ্রমিক ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মঙ্গলবার সকালে ব্যাটারিচালিত অটোরিকশাটি চালকসহ ৬ জন যাত্রী নিয়ে কালিয়াকৈর বাজারের দিকে যাচ্ছিল। এসময় চাপাইর ব্রিজের কাছে পৌছলে কালিয়াকৈরগামী একটি মালবাহী কাভার্ডভ্যান অটোরিকশার পিছনে সজোড়ে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে সড়কের পাশে পড়ে। এসময় অটোরিকশার ভেতরে থাকা এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। এছাড়াও আরও ৫ জনকে স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেছেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম  বলেন, এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যান আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ