ধামরাই (ঢাকা) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে ঢাকার ধামরাইয়ে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদ হত্যার ঘটনায় মোঃ ফারুক হোসেন (৫০) নামে যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম।
মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর) দিনগত রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে পৌর শহরের আইঙ্গন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মোঃ ফারুক হোসেন পৌর শহরের আইঙ্গন মহল্লার মৃত বারেক হোসেনের ছেলে। সে ঢাকা জেলার যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
ছাত্র আন্দোলনে নিহত অফিকুল ইসলাম সাদ ধামরাই পৌর শহরের কায়েদপাড়া এলাকার মোঃ শফিকুল ইসলামের ছেলে। সে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন।
মামলার সুত্রে জানা যায়, গত ৫ আগষ্ট বেলা সাড়ে ১০টার দিকে ধামরাই পৌরসভার হার্ডিঞ্জ সরকারী স্কুল এন্ড কলেজের গেইটের সামনে পূর্ব পরিকল্পিতভাবে অস্ত্র সন্ত্র নিয়ে দাঙ্গা সৃষ্টি করিয়া আফিকুল ইসলাম সাদেরও মাথায় গুলি করে। গুলি খেয়ে সাদ মাটিতে লুটিয়া পরলে তার সহকর্মীরা দ্রুত তাকে সেখান থেকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্তায় সাদ গত ৮আগষ্ট সকাল সাড়ে ৭টার দিকে ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন।
এই বিষয়ে গত বৃহস্পতিবার (২২আগষ্ট) মৃত আফিকুল ইসলাম সাদ এর নানা মোঃ আজিম উদ্দিন বাদী হয়ে ধামরাই থানায় সাবেক এমপি আলহাজ্ব বেনজির আহমেদকে প্রধান আসামী করে ৮২জনের নাম উল্লেখ্য করে ৮০-৯০জনকে অজ্ঞাত করে একটি মামলাটি দায়ের করেন।
এই বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনিরুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে ঢাকার সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী আফিকুল ইসলাম সাদ হত্যার ঘটনায় ধামরাই থানায় একটি মামলা দায়ের হয়। সেই মামলায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে রাতে সাবেক যুবলীগ নেতা মোঃ ফারুক হোসেনকে গ্রেফতার করা হয়েছে। দুপুরে তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে।