শনিবার

২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

ধামরাইয়ে পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

ধামরাই প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে গ্রাফিক্স টেক্সটাইলের শ্রমিকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৪ পোশাক শ্রমিক নিহত হয়েছে ।এ ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।
আজ বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে বেলা সাড়ে দশটা পর্যন্ত তিন দফা দাবিতে কারখানার সামনে শ্রীরামপুর এলাকায় সড়ক অবরোধ করে রাখেন তারা।

এ সময় মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পোশাক শ্রমিকদের যাতায়াতের জন্য পরিবহনের ব্যবস্থা, নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে ও আহত শ্রমিকদের চিকিৎসা করতে হবে। শ্রমিকদের তিন দফা দাবি কারখানার কর্তৃপক্ষ মেনে নিয়ে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করলে অবরোধ তুলে নেন শ্রমিকরা।

গতকাল বুধবার রাত ১০টার দিকে ধামরাইয়ের কাওয়ালীপাড়া-কালামপুর সড়কের খাগুর্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতর হলো,জাহাঙ্গীর আলম (৩০), জিয়াসমিন আক্তার (২৭), খাদেজা আক্তার(২৫), নিপা আক্তার (২৪)। এ সময় অন্তত আরও ৩০ জন শ্রমিক আহত হয়।

ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম জানান, ধামরাইয়ের গ্রাফিক্স টেক্সটাইলের একটি শ্রমিকবাহী বাস খাগুর্তা এলাকায় গেলে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিন নারী ও একজন পুরুষ শ্রমিক নিহত হন। আহত হন অন্তত ৩০ জন।

স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়।

শ্রমিক শিউলি,রানি, জরিনা, সোহেল,সেলিম সহ আরো অনেকে জানান, তাদের চার শ্রমিক নিহতের ঘটনায় মহাসড়ক অবরোধ করেছিলেন। কারখানা কর্তৃপক্ষ তাদের দাবি মেনে নিয়ে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করলে তারা অবরোধ তুলে নেন।

গ্রাফিক্স টেক্সটাইল কারখানার এইচআর এডমিন ম্যানেজার বিকাশ রায় বলেন, শ্রমিকদের তিন দফা দাবি মেনে নেয়া হয়েছে এবং একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ