ধামরাই (ঢাকা) প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার আসামি সাবেক জ্বালানি মন্ত্রী পিএস ও ঢাকা জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন চুনকুকে (৫৫) ও সুয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দিনকে গ্রেপ্তার করেছে ধামরাই থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মনোয়ার হোসেন চুনকু ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের শাসন গ্রামের বাসিন্দা ও কফিল উদ্দিন সুয়াপুর ইউনিয়নের শিয়ালকুল এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ধামরাই হার্ডিঞ্জ সরকারি স্কুল ও কলেজ গেটের সামনে নির্বিচারে গুলি করা হয়। এসময় কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ (১৮) মাথায় গুলিবিদ্ধ হন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৮ আগস্ট সকালে মারা যান তিনি।
এ ঘটনায় নিহত সাদের নানা আজিম উদ্দিন বাদী হয়ে গত ২১ আগস্ট স্থানীয় সাবেক এমপি বেনজীর আহমদসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ৮২ নেতাকর্মীর নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, কলেজছাত্র আফিকুল ইসলাম সাদ হত্যা মামলার এজাহার নামীয় আসামি মনোয়ার হোসেন চুনকুকে ঢাকা আদাবর থেকে ও সাদ হত্যা মামলার আসামি সুয়াপুর ইউনিয়নের চেয়ারম্যান কফিল উদ্দিনকে তাহার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।