রবিবার

১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নাসিং মহাপরিচালকের পদত্যাগ দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

নার্সদের নিয়ে জঘন্য কটুক্তি করায় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ দাবিতে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল চত্তরে খন্ড খন্ড বিক্ষোভ মিছিল নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করে জেলায় কর্মরত নার্সিং কর্মকর্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন মানিকগঞ্জ জেলা ড্যাবের সভাপতি ডাঃ বদরুল আরম চৌধুরী, জেলা নাসিং প্রধান সমন্বয়ক শাহিনুর রহমান শাহিন, সমন্বয়ক আনিছুর রহমান ভূইয়া, পলি রানী দাস, আরিফ হোসেনসহ সংশ্লিষ্ট অনেকেই।

এসময় বক্তারা বলেন, দেশে এখন কোন বৈষম্য চলবে না। সকল প্রকার বৈষম্য দূর করতে হবে। এক দফা এক দাবির ভিত্তিতে অবিলম্বে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরের পদত্যাগ দাবি করেন তারা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ