মীর সোহেল মিয়া
গাজীপুরের কালিয়াকৈরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে (১ নভেম্বর) কালিয়াকৈর পৌরসভার বিশ্বাসপাড়া এলাকায় গাজীপুর জেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক ও কালিয়াকৈর পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইযদ্দিন আহমেদের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
এ সময় বিশ্বাসপাড়া জামে মসজিদের সভাপতি মোহাম্মদ উফাজ উদ্দিন এর সভাপতিত্বে কালিয়াকৈর পৌর মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কালিয়াকৈর পৌরসভার ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর বিএনপির যুগ্মসাধারণ সম্পাদক সারোয়ার হোসেন আকুল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিকার জনি, কালিয়াকৈর পৌর মৎস্যজীবী দলের সভাপতি ইসমাইল হোসেন, কালিয়াকৈর পৌর শ্রমিক দলের সহ-সভাপতি আলমগীর হোসেন, কালিয়াকৈর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির বাবু, কাউসার আহমেদ, কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি পলাশ, বিশ্বাস পাড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, বিশ্বাস পাড়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কালিয়াকৈর মৎস্যজীবী দলের ৭ নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক লাল মিয়া সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।পরে দেশ এবং জাতির কল্যাণে মুখলেসুর রহমান মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করেন।