মঙ্গলবার

১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

মানিকগঞ্জে অগ্নিদগ্ধ হয়ে নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জে বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে সবুরী বেগম (৭০) নামের এক বৃদ্ধ নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার(৪ জুন) বেলা দুপুরে সদর উপজেলার দিঘী ইউনিয়নের ছোট ভাটবাউর এলাকার নায়েব আলীর বসতবাড়িতে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

নিহত সবুরী বেগম উপজেলার ছোট ভাটবাউর এলাকার মৃত নায়েব আলীর স্ত্রী।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা ১২টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। কিন্তু অগ্নিকান্ডের সময় সবুরী বেগম ঘরের ভিতরে আটকা পড়েন। এরপর স্থানীয়রা ৯৯৯ নাম্বারে ফোন করে অগ্নিকান্ডের ঘটনা জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় ফায়ার সার্ভিসের সদস্যরা। এরপর প্রায় ১ঘন্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে অগ্নিকান্ডে নিহত সবুরী বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী জানান, ঘটনাটি শুনে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ২০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে । তবে অগ্নিকান্ডের ঘটনার মূল কারন জানাতে পারেন নি ফায়ার সার্ভিসের সদস্যরা।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ