সোমবার

২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মানিকগঞ্জে কুকুরের কামড়ে আহত ৬০

নিজস্ব প্রতিবেদক

মানিকগঞ্জে ৫ ঘন্টা সময়ের ব্যবধানে নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ প্রায় ৬০ জন কুকুরের কামড়ে আহত হয়েছে। আহত ব্যক্তিদের সকলেই মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

রোববার (৭ জুলাই) বিকেলে জেলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মোঃ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, কুকুরের কামড়ে আহত বেশির ভাগ রুগী পৌরসভার ১ নং ওয়ার্ডের সেওতা এলাকার বাসিন্দা।

এ বিষয়ে সেওতা কবরস্থানের পরিচ্ছন্ন কর্মী ঘটু মিয়া বলেন, আমি বেলা ১০টার দিকে কবরস্থান পরিস্কার করতেছিলাম। এমন সময় একটি কুকুর এসে আমার পাঁয়ে কামড় দেয়। পরে আমি দুই হাত দিয়ে কুকুরের মুখ ধরে টেনে ছাড়াই। এর পরে কুকুর আবার হাঁতে কামড় দিয়ে মাংস ছিড়ে নিয়ে যায়।

সালেহা বেগম (৬৫) জানান, আমি অসহায় একজন নারী। মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করি। সেওতা এলাকায় ভিক্ষা করার সময় একটি কুকুর এসে আমার পাঁয়ে কামড় দিয়ে মাংস ছিড়ে নিয়ে যায়। পরে আশেপাশের লোকজন আমাকে হাসপাতালে নিয়ে আসে।

পৌরসভার ১ নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম আজাদ বলেন, আজ সকালে ২ থেকে ৩টি কুকুর আমার ওয়ার্ডের নারী-পুরুষ-শিশু-বৃদ্ধসহ প্রায় ৪০ জনকে কামড় দিয়েছে। এছাড়াও রাস্তাদিয়ে চলাচল করা মনুষদের অনেকেই কামড়িয়েছে। গ্রামের মানুষসহ পৌরসভা লোকজন কুকুর গুলোকে ধরার চেষ্টা করছেও বলে জানান তিনি।

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোঃ বাহাউদ্দিন বলেন, কুকুরে কামড়ের রোগীদের ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কাউকে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়ার প্রয়োজন হয়নি। হাসপাতালে কুকুড়ে কামড়ের পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে বলেও জানান তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ