শনিবার

২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

মানিকগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসাসেবা

নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জ সদর উপজেলার বাসাই গ্রামে বিশেষ চাহিদাসম্পন্ন দেড় শতাধিক ব্যক্তিদের বিনাম‚ল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

মঙ্গলবার শিশুদের জন্য গড়া প্রতিষ্ঠান বিকনিং লাইট অর্গানাইজেশন অব ম্যানকাইন্ড অ্যান্ড সোসাইটি (ব্লুমস) প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সিবিএম গ্লোবাল ডিজ্যাবিলিটি ইনক্লুসনের সহযোগিতায় ও পক্ষাঘাতগ্রস্থদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি) বাস্তবায়িত ‘ইক্যুইট্যাবল এ্যান্ড ইনক্লুসিভ হেলথ এ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর পারসন্স উইথ ডিজ্যাবিলিটি (ইআইএইচআরপিডি) প্রকল্পের আওতায় এ ক্যাম্পের আয়োজন করা হয়।

দিনব্যাপী এ আয়োজনে সিআরপির চিকিৎসক, ফিজিওথেরাপিষ্ট, অকুপেশনাল থেরাপিষ্ট, স্পিচ ও ল্যাঙ্গুয়েজ থেরাপিষ্ট এবং ক্লিনিক্যাল সাইকোলজিষ্ট জেলা সদরের আটিগ্রাম ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা দেড় শতাধিক রোগীকে চিকিৎসাসেবা দেন।

সিআরপির কর্মকর্তারা জানান, বাংলাদেশে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য ন্যায়সঙ্গত এবং অর্ন্তভুক্তিম‚লক স্বাস্থ্য ও পুনর্বাসন সেবা নিশ্চিত করার লক্ষ্যে ইআইএইচআরপিডি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

২০১৬ সালের ১ জুলাই হোলি আর্টিজান বেকারিতে দেশি ও বিদেশি নাগরিকদের জিম্মি করে জঙ্গিরা। খবর পেয়ে তাঁদের উদ্ধারে ঘটনাস্থলে ছুটে যান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তৎকালীন জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) রবিউল করিম। এ সময় জঙ্গিদের ছোড়া গুলি ও গ্রেনেডের আঘাতে তিনি শহিদ হন। তাঁর গ্রামের বাড়ির অদ‚রে বাসাই গ্রামে ২০১১ সালে ব¬ুমস প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিশেষায়িত এই বিদ্যালয়টিতে ৪৬টি বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রয়েছে।

ব্লুমস বিশেষায়িত বিদ্যালয় একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন উল্লেখ করে প্রতিষ্ঠানটির সভাপতি জি আর শওকত আলী বলেন, ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা প্রতিষ্ঠানটি নিয়ে শহীদ রবিউল করিমের স্বপ্ন ছিল। তাঁর স্বপ্ন বাস্তবায়নে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়নে তথা পুনর্বাসনে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ