নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের সাটুরিয়ায় পোশাককর্মী সাথী আক্তারের ওপর এ্যসিড নিক্ষেপ এবং হত্যা মামলায় সাবেক মো.নাঈম মল্লিক (৩১) কে মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন আদালত।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার আসামীর উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
নিহত মোসাঃ সাথী আক্তার (২০) সাটুরিয়ার ধানকোড়া ইউনিয়নের কাটাখালী ফেরাজীপাড়ার আব্দুস সাত্তারের মেয়ে। তিনি ঢাকার ধামরাইয়ের একটি পোশাক কারখানায় শ্রমিকের কাজ করতেন।
দন্ডিত নাঈম মল্লিক মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকার মৃত নিজাম মল্লিকের ছেলে।
এজহারপত্রে জানা যায়, ২০২২ সালের ২৯শে জানুয়ারি দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় স্বাবেক স্ত্রী মোসাঃ সাথী আক্তারকে এ্যাসিড নিক্ষেপ করেন স্বামী নাঈম মল্লিক এবং ছোড়া এ্যসিডে সাথী আক্তারের হাত-মুখ ও শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।
এরপর ঘটনার ১২দিন চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাথী আক্তারের মৃত্যু হয়।
পরে এ ঘটনায় নিহতের মামা লাল মিয়া বাদি হয়ে সাটুরিয়ায় থানায় এ্যসিড অপরাধ দমন আইনে মামলা করেন। এরপর আদালতের বিচারক উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে আসামীর উপস্থিতিতে তাকে মৃত্যুদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন।