মঙ্গলবার

১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সিরিজ বাঁচানোর লড়াই

ডেস্ক নিউজ
সিরিজ বাঁচানোর লড়াই আজ বাংলাদেশ নারী ক্রিকেট দলের। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জিতলেও টি-টোয়েন্টির প্রথম ম্যাচটা-ই হেরে বসে নিগার সুলতানা জ্যোতির দল।

আজ দুপুর ২টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচ দুই দলের। আজ হারলেই সিরিজ হাতছাড়া। জিতলে টিকে থাকবে। এমন লড়াইয়ের আগে পেসার জাহানারা আলম আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন, ‘‘আমার বিশ্বাস সিরিজ আমরা নিতে পারব এবং সেই বিশ্বাসটা আমাদের সকলের আছে।’’

একই মাঠে প্রথম ম্যাচে শেষ মুহূর্তে হেরে যায় স্বাগতিকরা। আয়ারল্যান্ড অবশ্য সেদিন ব্যাটিং ও বোলিংয়ে দুর্দান্ত পারফর্ম করেছিল। আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৬৯ রান করে। বাংলাদেশ উদ্বোধনী জুটিতে ১০৩ রান পাওয়ার পরও ৭ উইকেটে ১৫৭ রানের বেশি করতে পারেনি। প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ম্যাচে ১২ রানে ম্যাচ হারে বাংলাদেশ।

প্রথম ম্যাচ হারলেও সিরিজে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, বিশ্বাস করেন দলের সিনিয়র ক্রিকেটার জাহানারা। সিলেটে তিনি বলেছেন, ‘‘সবই ঠিক আছে, দলে থাকার ব্যাপারটি সবসময় যে মনের মতো হবে ব্যাপারটা আসলে এমন না। যা কিছু আপনার নসিবে লেখা আছে সেটাই হবে। দলে ফিরতে পেরেছি তাতে আমি যথেষ্ট খুশি। কিন্তু খুশিটা খুব বেশি হতে পারছি না, কারণ প্রথম ম্যাচের ফল আমাদের পক্ষে আসেনি। তবে শুরুটা ভালো হয়েছে। ব্যাটিংয়ে আমাদের চারজন খেলোয়াড় দারুণ স্কোর করেছে। সেদিক থেকে বিবেচনা করলে আমার বিশ্বাস সিরিজ আমরা নিতে পারব এবং সেই বিশ্বাসটা আমাদের সকলের আছে।’’

জাহানারা আরও বলেছেন, ‘‘টি-টোয়েন্টিতে সময় খুব কম। এখানে বল ধরে ধরে পরিকল্পনা করতে হয় এবং প্রতিটি মুহূর্তে মনোযোগ ধরে রাখতে হয়। আমরা যদি আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি এবং আইরিশদের টপ অর্ডারকে দ্রুত ফেরাতে পারি, তাহলে তাদের অল্প রানে আটকে রাখতে পারবো। এভাবে ম্যাচে ইতিবাচক ফল আনা সম্ভব।’’

আজ সমতায় ফেরার লক্ষ্য নিয়ে মাঠে নামছেন লাল-সবুজের প্রতিনিধিরা। তবে এগিয়ে থাকা আইরিশ নারীরা যে ছেড়ে কথা বলবে না তা প্রথম ম্যাচের পারফরম্যান্স দিয়ে বোঝা গেছে। আজ তাদের আরেকটি পারফরম্যান্সই দিতে পারে সিরিজ জয়ের আনন্দ। দুই দলের ব্যাট-বলের লড়াইয়ে জমজমাট একটা ম্যাচ হবে এমনটা আশা করা যায়।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ