রবিবার

১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন বার্গার

তারুণ্যের কথা ডেস্ক

পিঠে চোট পাওয়ার কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেলেন দক্ষিণ আফ্রিকার পেসার নান্দ্রে বার্গার। এর আগে ১৬ সদস্যের ঘোষিত দলে ছিলেন তিনি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড জানায়, মেরুদণ্ডের নিচের অংশে চোট পেয়েছেন বার্গার। তাকে চিকিৎসার জন্য দেশে ফেরত পাঠানো হবে।

বর্তমানে আয়াল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আবুধাবিতে আছেন বার্গার। কিন্তু সেখানেই অনুশীলনের সময় পিঠে ব্যথা অনুভব করেন তিনি। এরপর পরীক্ষা-নিরীক্ষায় তার চোট ধরা পড়ে।

দুই টেস্টের টেস্ট সিরিজ আগামী ২১ অক্টোবর শুরু হবে মিরপুরে। প্রথম টেস্ট শেষে দ্বিতীয়টি খেলতে চট্টগ্রামে যাবে দুই দল। বন্দর নগরীতে শেষ টেস্ট শুরু হবে ২৯ অক্টোবর।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ