রবিবার

১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

ধামরাইয়ে সিলিন্ডার বিস্ফোরণে চালক নিহত

ধামরাই(ঢাকা)প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে একটি সিএনজি স্টেশনে মাইক্রোবাসে গ্যাস রিফিলের সময় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে ফারুক হোসেন নামে এক চালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢুলিভিটা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এন এন সিএনজি অ্যান্ড রিফুয়েলিং স্টেশনে এ ঘটনা ঘটে। এতে পেছনে থাকা আরেকটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়।

নিহত ফারুক হোসেন ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামের বাসিন্দা। তিনি রেন্ট-এ-কারে প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফারুক হোসেন নিজে গাড়ি চালিয়ে সিএনজি গ্যাস নেওয়ার জন্য এন এন সিএনজি অ্যান্ড রিফুয়েলিং স্টেশনে আসেন। পরে স্টেশন থেকে গাড়ির সিলিন্ডারে গ্যাসের সংযোগ দেয় স্টেশনের কর্মী। ফারুক হোসেন গাড়ির পিছনেই দাঁড়িয়ে ছিলেন। এ সময় তার গাড়ির সিলিন্ডারে বিস্ফোরণ হয়। এতে পেছনে দাঁড়িয়ে থাকা ফারুক হোসেন আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নাছির হোসেন বলেন, সকালের দিকে গাড়িতে সিএনজি নেওয়ার সময় ওই গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে ঘটনাস্থলে চালকের মৃত্যু হয়। প্রাথমিকভাবে জানা গেছে, সম্প্রতি গাড়ির এলপিজি সিলিন্ডারকে সিএনজি সিলিন্ডারে রূপান্তর করেন ফারুক হোসেন। এটি রিফুয়েলিং করার সময় অতিরিক্ত চাপে বিস্ফোরণ হয়।

ধামরাই থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. মোখলেছুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ