মঙ্গলবার

১৮ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ

কালিয়াকৈরে বিট পুলিশিং সভা 

মীর সোহেল মিয়া

গাজীপুরের কালিয়াকৈরে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে কালিয়াকৈর বাস টার্মিনাল এলাকায় এই উপলক্ষে উঠান বৈঠক ও বিট পুলিশিং সভা উদযাপন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াদ মাহমুদ। সভা সঞ্চালনায় ছিলেন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম।

কালিয়াকৈর থানার বিট পুলিশিংয়ের উদ্যোগে মাদক চোরাচালান, বাল্যবিবাহ, ইভটিজিং, কুসংস্কার, যৌতুক, নারী ও শিশু নির্যাতন, মানব পাচার প্রতিরোধ, প্রতিকার বিষয়ক সচেতনতামূলক এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানের অন্যান্য অতিথিদের মধ্যে  উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী রিয়াজ উদ্দিন, গাজীপুর শ্রমিক পরিবহন সমিতির সাংগঠনিক সম্পাদক জসিম দেওয়ান, সাবেক কাউন্সিলর মাসুম হোসেন। এ ছাড়া স্থানীয় শ্রমিক পরিবহনের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।

এ বিভাগের আরও সংবাদ

spot_img

সর্বশেষ