ধামরাই(ঢাকা)প্রতিনিধিঃ
ঢাকার ধামরাইয়ে জুম্মার নামাজ পড়ে পায়ে হেটেঁ বাড়ীতে ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল চাপা দিলে দেওয়ান ফজলুল হক গোলাপ (৯৫) নামে এক মুসুল্লির বৃদ্ধের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় স্থানীয়দের সহায়তায় ঘাতক মোটরসাইকেল জব্দ এবং চালকসহ দুইজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (০১নভেম্বর) ধামরাই পৌরশহরের মোকামটোলা এলাকায় নামাজ পড়ে বাড়ী ফেরার পথে রাস্তা পার হতে গেলে এই দূর্ঘটনা ঘটে।
নিহত দেওয়ান ফজলুল হক পৌরশহরের মোকামটোলা এলাকার বাসিন্দা ও পৌর বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
আটককৃতরা হলো- নীলফামারী জেলার ডোমার থানার মো. মমিনুর রহমানের ছেলে মো. জাবের হোসেন(২১), নীলফামারী জেলার ডিমলা থনার সুন্দরখাটি গ্রামের ইউছুব আলীর ছেলে মো. রানা ইসলাম (২২)।
স্থানীয় সুত্রে জানা যায়, দেওয়ান ফজলুল হক গোলাপ জুম্মার নামাজ পড়ে বাড়ীর দিকে যাওয়ার সময় হাজীগাজী মাজারের সামনে রাস্তা পার হওয়ার সময় পিছন দিক থেকে একটি মোটরসাইকেল দ্রুত গতিতে এসে দেওয়ান ফজলুল হক এর উপর দিয়ে উঠিয়ে দিলে তার মাঝার হাড়, হাত পা ভেঙে যায়।
এ সময় আশে পাশের লোকজন দৌড়িয়ে এসে আহত অবস্থায় গোলাপ দেওয়ানকে উদ্ধার করে হাসপাতলে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। এঘটনায় স্থানীয়রা ঘাতক মোটরসাইকেল ও চালাকসহ দুইজন আটক করেন পুলিশ।
এই বিষয়ে ধামরাই থানার উপ-পরিদর্শক(এসআই) এস,এম নায়েবুল ইসলাম জানান, দুপুরে জুম্মার নামাজ পড়ে যাওয়ার পথে দ্রুত গতির একটি মোটরসাইকেল দেওয়ান ফজলুল হক গোলাপকে চাপা দেয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা করেন। এই ঘটনায় মোটরসাইলের চালকসহ দুইজনকে আটক করে থানায় আনা হয়েছে। এঘটনায় আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।