নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বাজনা সুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ করেছে একটি সেচ্ছাসেবী সংগঠন।
শনিবার সকাল থেকে দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণের আয়োজন করেন রাজনাসুর ফাউন্ডেশন নামের একটি সেচ্ছাসেবী সংগঠন।
ফ্রি মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে ডাক্তারের পরামর্শ, ডায়াবেটিস পরীক্ষা, ব্লাড প্রেসার পরীক্ষা, ওজন পরিমাপ এবং ঔষধ প্রদান করা হয়। গ্রামের কয়েক’শ নারী পুরুষ দিনব্যাপী সম্পূর্ণ বিনামূল্যে এসব সুবিধা গ্রহণ করেন।এছাড়াও গ্রামের অসহায় কয়েক’শ ব্যক্তিদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় রাজনাসুর ফাউন্ডেশন এর সভাপতি এ.টি.এম রাশেদ বাবুর সভাপতিত্বে বিএনপি’র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তসহ সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন।