মীর সোহেল মিয়া
গাজীপুরের কালিয়াকৈরে একটি বাজারে মার্কেটে অগ্নিকাণ্ডে চারটি দোকানসহ মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
শুক্রবার (২৪ই জানুয়ারী) ভোর সকালে উপজেলার দেওয়ার বাজারে এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, উপজেলার দেওয়ার বাজারে একটি দোকানে অটোরিকশা চার্জার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ওই বাজারে আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে।
আগুনে ওই বাজারে চারটি দোকানসহ ভেতরে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ২টি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনের ক্ষয়ক্ষতি এখনো নিরুপন করা যায়নি বলেও জানান তিনি।